Saint Martin Resort review here. If you are looking for hotel or resort review located in Saint Martin Island then this post is for you. Today we are going to share a review that can help you to stay away from bad moment.
The resort name is Saint Martin Heritage Resort. They don't have water availablity whole day. Also they don't serve electricity after 11pm. Even you can't get water at morning. So before you go there take your decision what you should do. Let's read a full review in Bengali.
সেন্ট মার্টিন ঘুরার মজাটাই মাটি করে দিল এই হোটেলটি। শুরুতে মার্চের ৫ তারিখ আমি ২৫০০ টাকা দিয়ে একটি কাপল রুম বুকিং দিই। যার মধ্যে ১০০০ টাকা আগেই বিকাশ করে দিই।
আমরা ৬ তারিখ গিয়ে যখন রুমে উঠবো তখন ওইখানকার ম্যানেজার জানালো কাপল রুম নাই ডবল বেডের আছে ওইটা নিতে হবে।কিন্তু খাট গুলো ছিল খুবই ছোট যেখানে ২ জন ঘুমানো সম্ভব না। ওদেরকে জিজ্ঞেস করলাম যদি কাপল বেড না থাকে তাহলে বুকিং কেন দিল তারপার শুরু করলো মালিক আর ম্যানেজার আমাকে বুঝানো কাপল থেকে ডবল বেড অনেক ভালো।তাছাড়া কাপল রুমে ফ্যান নাই.. এই কেমন রুম!!
এছাড়া পুরা রুম ছিলো ময়লা ভরা...ফ্রেস হতে গিয়ে দেখি কোন ব্রাশ কিংবা পেস্ট নাই.. এমনকি একটা টাওয়ালও দে নি।বলার পর বলল তাদের বলে এই গুলো দেওয়ার নিয়ম নাই!!
পরে গোসলে যাওয়ার পর দেখলাম কলে পানি নাই!!!বলার পর বলল ২০ মিনিট পর পানি আসবে আর এতোক্ষণ অপেক্ষা করা ছাড়া উপায় নাই।।
রাতে ১১ টা থেকে কারেন্ট নাই।পুরা রাত আর কারেন্ট আসে নি.. আর রাতে এতো মশা ঘুমানো তো দূরে থাক রুমে থাকাই যাই নাই....
আর সকলে উঠে আবার দেখি কলে পানি নাই..😑
সব কিছু মিলে এই হোটেলের কারনে আনন্দ পুরাটাই মাটি হয়েছে....
(বি.দ্র.- যাওয়ার আগে মালিক আমাকে ফোনে বলেছিল পুরা সেন্ট মার্টিনে তাদের মত হোটেল দ্বিতীয়টি পাওয়া যাবে না..🤣🤣)
The resort name is Saint Martin Heritage Resort. They don't have water availablity whole day. Also they don't serve electricity after 11pm. Even you can't get water at morning. So before you go there take your decision what you should do. Let's read a full review in Bengali.
সেন্ট মার্টিন ঘুরার মজাটাই মাটি করে দিল এই হোটেলটি। শুরুতে মার্চের ৫ তারিখ আমি ২৫০০ টাকা দিয়ে একটি কাপল রুম বুকিং দিই। যার মধ্যে ১০০০ টাকা আগেই বিকাশ করে দিই।
আমরা ৬ তারিখ গিয়ে যখন রুমে উঠবো তখন ওইখানকার ম্যানেজার জানালো কাপল রুম নাই ডবল বেডের আছে ওইটা নিতে হবে।কিন্তু খাট গুলো ছিল খুবই ছোট যেখানে ২ জন ঘুমানো সম্ভব না। ওদেরকে জিজ্ঞেস করলাম যদি কাপল বেড না থাকে তাহলে বুকিং কেন দিল তারপার শুরু করলো মালিক আর ম্যানেজার আমাকে বুঝানো কাপল থেকে ডবল বেড অনেক ভালো।তাছাড়া কাপল রুমে ফ্যান নাই.. এই কেমন রুম!!
এছাড়া পুরা রুম ছিলো ময়লা ভরা...ফ্রেস হতে গিয়ে দেখি কোন ব্রাশ কিংবা পেস্ট নাই.. এমনকি একটা টাওয়ালও দে নি।বলার পর বলল তাদের বলে এই গুলো দেওয়ার নিয়ম নাই!!
পরে গোসলে যাওয়ার পর দেখলাম কলে পানি নাই!!!বলার পর বলল ২০ মিনিট পর পানি আসবে আর এতোক্ষণ অপেক্ষা করা ছাড়া উপায় নাই।।
রাতে ১১ টা থেকে কারেন্ট নাই।পুরা রাত আর কারেন্ট আসে নি.. আর রাতে এতো মশা ঘুমানো তো দূরে থাক রুমে থাকাই যাই নাই....
আর সকলে উঠে আবার দেখি কলে পানি নাই..😑
সব কিছু মিলে এই হোটেলের কারনে আনন্দ পুরাটাই মাটি হয়েছে....
(বি.দ্র.- যাওয়ার আগে মালিক আমাকে ফোনে বলেছিল পুরা সেন্ট মার্টিনে তাদের মত হোটেল দ্বিতীয়টি পাওয়া যাবে না..🤣🤣)
0 comments:
Note: Only a member of this blog may post a comment.